রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য - Rajshahi University Admission 2024
বাংলাদেশের অন্যতম স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম রাজশাহী বিশ্ববিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পরিক্ষার পর প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় বসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিছুটা ভিন্ন। তাই এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা সংক্রান্ত অনেক তথ্যই আমাদের জানা নেই। আজকের আর্টিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা, মানবন্টন, আবেদন পদ্ধতি, ভর্তি যোগ্যতা, আসনসহ ইত্যাদি বিষয়াবলি নিয়ে আলোচনা করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু ধারণা
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রাচ্যের ক্যামব্রিজ নামে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। প্রতিষ্ঠা সালের হিসেবে এটি দেশের অন্যতম বিশ্ববিদ্যালয়। এছাড়াও পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি।
রাজশাহী শহর থেকে পাঁচ কিলোমিটার পূর্বদিকে মতিহারে অবস্থিত বাংলাদেশের তৃতীয় বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাকালীন সময়ের শুরুতে ১৬১ জন ছাত্র-ছাত্রী নিয়ে প্রথম ক্লাস শুরু হয় রাজশাহী কলেজেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়৷ পরবর্তীতে ১৯৫৮ সালে অস্ট্রেলিয়ান স্থপতি ড. সোয়ানি টমাসের স্থাপত্য পরিকল্পনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাসে দালান-কোঠা ও রাস্তাঘাট নির্মাণ শুরু হয়। ১৯৬৪ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং সকল অফিস ও বিভাগ স্থানান্তর করা হয় মতিহারের নিজস্ব ক্যাম্পাসে।
বর্তমানে প্রায় ৭৫৩ একর এলাকাজুড়ে বিস্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস৷ ক্যাম্পাসের উত্তর পূর্ব দিক জুড়ে রয়েছে ছাত্রদের জন্য ১১টি আবাসিক হল ৷ এছাড়াও ছাত্রীদের জন্য রয়েছে ৬টি আবাসিক হল, যা ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত৷ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক এলাকা এবং পূর্ব দিকে গবেষকদের জন্য রয়েছে একটি ডরমিটরি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও ইন্সটিটিউট সমূহ
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ১২ টি অনুষদের অধীনে ৫৯ টি বিভাগ নিয়ে পরিচালিত হচ্ছে। নিচে তা দেওয়া হলোঃ
- কলা অনুষদ
- বিজ্ঞান অনুষদ
- প্রকৌশল অনুষদ
- কৃষি অনুষদ
- বিজনেস স্টাডিজ অনুষদ
- সামাজিক বিজ্ঞান অনুষদ
- আইন অনুষদ
- জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ
- চিকিৎসা বিজ্ঞান অনুষদ
- চারুকলা অনুষদ
- ফিশারিজ অনুষদ
- ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস অনুষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার নিয়ম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার জন্য আমাদের যেসব বিষয় জানা রাখা উচিত তা হলোঃ এর ইউনিট, মানবন্টন, আসন, আবেদন পদ্ধতি ইত্যাদি।
রাবির ইউনিটসমূহ
২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট সংখ্যা কমিয়ে ৩টি করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট সমূহ হলো –
- ইউনিট- A: কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এ ইউনিটকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন ইউনিটও বলা হয়।
- ইউনিট- B: বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট।
- ইউনিট- C: বিজ্ঞান অনুষদ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ, ফিশারিজ অনুষদ, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস অনুষদ এবং প্রকৌশল অনুষদ।
রাবির আসনবিন্যাস
রাজশাহী বিশ্ববিদ্যালয় তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। তিনটি ইউনিটের মোট আসন ৪ হাজার ১৭৩টি। এই প্রতিটি ইউনিটভিত্তিক আসনসংখ্যা হলো –
- এ ইউনিট হলো মানবিক বিভাগের বিষয়ের জন্য। এ ইউনিটে আসন সংখ্যা ২ হাজার ১৯টি, যা অন্য দুইটি ইউনিটের তুলনায় অনেক বেশি।
- বি ইউনিট হলো ব্যবসায়ী শিক্ষা বিভাগ। বাণিজ্যের শিক্ষার্থীরা বি ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে। বি ইউনিটে আসন সংখ্যা ৫৬০টি, যা অন্য দুইটি ইউনিটের তুলনায় অনেক কম।
- সি ইউনিট হলো বিজ্ঞান বিভাগের বিষয়ের জন্য। সি ইউনিটের আসন সংখ্যা ১ হাজার ৫৯৪টি।
রাবির এ ইউনিট মানবন্টন
রাবি ভর্তি পরীক্ষার এ ইউনিট মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হলেও, ৩৫% অন্য বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে থাকে। এই ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন করা হয়।
বিষয় | মানবন্টন | প্রশ্ন সংখ্যা | MCQ পরীক্ষায় প্রতি
৪টি ভূল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। |
ক. বাংলা | ৩৫ নম্বর | ২৮ | |
খ. ইংরেজি | ৩৫ নম্বর | ২৮ | |
গ. সাধারণ জ্ঞান | ৩০ নম্বর | ২৪ | |
মোট ১০০ নম্বর | মোট ৮০ |
এ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো মূলত বহুনির্বাচনী (MCQ) ধরনের। তবে ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষা এবং সঙ্গীত; নাট্যকলা; চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এডমিশন ক্যালেন্ডার দেখতে ক্লিক করুন
রাবির বি ইউনিট মানবন্টন
এ ইউনিটের মতো একই পদ্ধতি মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকে হবে বি-ইউনিটে এবং ১ ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটে সর্বমোট নম্বর ১০০ হলেও বাণিজ্য ও অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার মানবন্টন ভিন্ন।
বাণিজ্য গ্রুপ (MCQ) | অ-বাণিজ্য গ্রুপ (MCQ) | ||
বিষয় | মানবন্টন | বিষয় | মানবন্টন |
ক) বাংলা | ১৫ | ক) বাংলা | ৩০ |
খ) ইংরেজি | ২৫ | খ) ইংরেজি | ৩৫ |
গ) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ৩০ | গ) সাধারণ জ্ঞান | ৩৫ |
ঘ) হিসাববিজ্ঞান | ৩০ | ||
সর্বমোট | ১০০ | সর্বমোট | ১০০ |
রাবির সি ইউনিট মানবন্টন
রাবি সি ইউনিট ভর্তি পরীক্ষা বিজ্ঞান বিভাগের বিষয়ের জন্য হলেও, বিজ্ঞান ও অ-বিজ্ঞান (বাণিজ্য ও মানবিক) বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ভিন্ন মানবন্টনে দুইটি শাখায় অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান শাখার মানবন্টন | ||||
শাখা | বিষয় | প্রশ্নের সংখ্যা | নম্বর | মোট নম্বর |
ক (আবশ্যিক) | পদার্থবিজ্ঞান | ২৫ | ১.২৫ | ৩১.২৫ |
রসায়ন | ২৫ | ৩১.২৫ | ||
আই.সি.টি | ৫ | ৬.২৫ | ||
খ (ইচ্ছিক) | গণিত | ২৫ | ১.২৫ | ৩১.২৫ |
জীববিদ্যা | ২৫ | |||
জীববিদ্যা + গণিত | ১৩ + ১২ | |||
মোট | ৮০ | ১০০ |
অ-বিজ্ঞান শাখার মানবন্টন | ||||
শাখা | বিষয় | প্রশ্নের সংখ্যা | নম্বর | মোট নম্বর |
ক | বাংলা | ২৫ | ১.২৫ | ৩১.২৫ |
খ | ইংরেজি | ২৫ | ১.২৫ | ৩১.২৫ |
গ | সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান | ৩০ | ১.২৫ | ৩৭.৫ |
মোট | ৮০ | ১০০ |
পরিক্ষার পাশ নম্বর
MCQ পরীক্ষার পাশ নম্বর | ৪০ |
ব্যবহারিক পরীক্ষার পাশ নম্বর | ৪০ |
লিখিত পরীক্ষার পাশ নম্বর | ২০ |
প্রতি ৫ টি ভুল উত্তরের জন্য নম্বর কর্তন | ১ নম্বর |
ভর্তির যোগ্যতা
রাবি স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদনের জন্য শিক্ষার্থীদের কিছু আবেদন যোগ্যতা পূরণ করতে হবে নতুবা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩ অনুযায়ী, ২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
A ইউনিট
(মানবিক বিভাগ) |
মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র A ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। |
B ইউনিট
(বানিজ্য বিভাগ) |
বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধুমাত্র B ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। |
C ইউনিট
(বিজ্ঞান বিভাগ) |
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র C ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। |
জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। | |
কারিগরী শিক্ষা বোর্ডের অধীন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে। তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে। |
ভর্তির ধাপসমূহ
- প্রাথমিক সিলেকশনঃ প্রথম ধাপে, শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন ফি ৫৫/- টাকা পরিশোধ করে প্রাথমিক সিলেকশনের জন্য আবেদন করে হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ চূড়ান্ত আবেদনকারী নির্ধারণ করা হয়। শুধুমাত্র প্রাথমিক সিলেকশনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই চূড়ান্ত আবেদন করতে পারবে।
- চূড়ান্ত আবেদনঃ দ্বিতীয় ধাপে, প্রাথমিক সিলেকশনে উত্তীর্ণ শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন ফি পরিশোধ করে, নিজের বিভাগ অনুযায়ী যে কোনো ইউনিটে চূড়ান্ত আবেদন করতে পারবে। তবে শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। অন্যথায়, উক্ত শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগ ভিত্তিক ভর্তি ফি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। যারা চূড়ান্ত আবেদনের নির্ধারিত ইউনিটের ফি জমা দিয়ে আবেদন করবে কেবলমাত্র তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের ইউনিটভিত্তিক আবেদন ফি হলো–
ইউনিট | বিভাগ/ইনস্টিটিউট | অনলাইনে চূড়ান্ত আবেদন ফি (১০% সার্ভিস চার্জসহ) |
ইউনিট A (মানবিক):
কলা অনুষদ; আইন অনুষদ; সামাজিক বিজ্ঞান অনুষদ; চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট |
কলা অনুষদ:
(১) দর্শন, (২) ইতিহাস, (৩) ইংরেজি, (৪) বাংলা, (৫) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, (৬) আরবী, (৭) ইসলামিক স্টাডিজ, (৮) নাট্যকলা, (৯) সঙ্গীত, (১০) ফারসি ভাষা ও সাহিত্য, (১১) সংস্কৃত এবং (১২) উর্দূ বিভাগ আইন অনুষদ: (১) আইন এবং (২) আইন ও ভূমি প্রশাসন বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদ: (১) অর্থনীতি, (২) রাষ্ট্রবিজ্ঞান, (৩) সমাজকর্ম, (৪) সমাজবিজ্ঞান, (৫) গণযোগাযোগ ও সাংবাদিকতা, (৬) ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট, (৭) লোক প্রশাসন, (৮) নৃবিজ্ঞান, (৯) ফোকলোর এবং (১০) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চারুকলা অনুষদ: (১) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র, (২) মৃৎশিল্প ও ভাস্কর্য এবং (৩) গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ ইনস্টিটিউট: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট |
১২০০ + ১২০ = ১৩২০ টাকা
|
ইউনিট B (বাণিজ্য):
বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট |
বিজনেস স্টাডিজ অনুষদ:
(১) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, (২) ম্যানেজমেন্ট স্টাডিজ, (৩) মার্কেটিং, (৪) ফাইন্যান্স, (৫) ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং (৬) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ইনস্টিটিউট: ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট |
১০০০ + ১০০ = ১১০০ টাকা
|
ইউনিট C (বিজ্ঞান):
বিজ্ঞান অনুষদ; জীববিজ্ঞান অনুষদ; কৃষি অনুষদ; প্রকৌশল অনুষদ; ভূ-বিজ্ঞান অনুষদ; ফিশারীজ অনুষদ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ |
বিজ্ঞান অনুষদ:
(১) গণিত, (২) পদার্থবিজ্ঞান, (৩) রসায়ন, (৪) পরিসংখ্যান, (৫) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, (৬) ফার্মেসী, (৭) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, (৮) ফলিত গণিত এবং (৯) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ জীববিজ্ঞান অনুষদ: (১) মনোবিজ্ঞান,(২) উদ্ভিদবিজ্ঞান, (৩) প্রাণিবিদ্যা, (৪) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, (৫) চিকিৎসা মনোবিজ্ঞান এবং (৬) মাইক্রোবায়োলজি বিভাগ কৃষি অনুষদ: (১) এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন এবং (২) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ প্রকৌশল অনুষদ: (১) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, (২) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, (৩) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, (৪) ম্যাটেরিয়াল্স সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং (৫) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ভূ-বিজ্ঞান অনুষদ: (১) ভূগোল ও পরিবেশবিদ্যা এবং (২) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ ফিশারীজ অনুষদ: ফিশারীজ বিভাগ ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ: ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ |
১২০০ + ১২০ = ১৩২০ টাকা |
শেষ কথা
এইছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার খুটিনাটি তথ্য। এরকম তথ্য আর কোন বিশ্ববিদ্যালয় এর প্রয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানান অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন।
*** সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ***
ভাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন দেন