ঢাবি 'ক' ইউনিট সাবজেক্ট রিকোয়ারমেন্ট- DU 'A' unit subject requirement

ঢাকা বিশ্ববিদ্যালয় 'ক' ইউনিটের ভর্তি পরিক্ষায় কোন বিষয়ে কত করে নম্বর পেলে কেমন বিষয় পাওয়া যাবে তার একটি ধারণা আপনি এই আর্টিকেলের মাধ্যমে পাবেন। ঢাবি 'ক' ইউনিটের প্রতিটি অনুষদের আওতাভুক্ত যেসব বিষয় আছে ঐসব বিষয়ে পড়ার সুযোগ পেতে চাইলে অবশ্যই ঐসব বিষয়ে আপনাকে নির্দিষ্ট নম্বর পেতে হবে। অন্যথায় আপনি সে বিষয়ে পড়ার সুযোগ পাবেন না। 


ঢাবি ক ইউনিট বিষয়সমূহ ও আসনসংখ্যা

প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসন নিজের করে নেওয়ার স্বপ্নে বিভোর হয়ে ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ২০২১ সালে ঢাবি ক ইউনিটের ১৭৮১টি আসনের বিপরীতে ১ লাখ ১০ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ৬২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউট-এ প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যা (কোটা সহ) নিম্নরূপ:

অনুষদ/ইনস্টিটিউট ভর্তির বিভাগ/বিষয়

আসন সংখ্যা

বিজ্ঞান অনুষদ পদার্থ বিজ্ঞান ১০০
গণিত

  • বিজ্ঞান শাখা – ১২৭
  • মানবিক/সাধারণ শাখা – ৩
১৩০
রসায়ন ৯০
পরিসংখ্যান

  • বিজ্ঞান শাখা – ৮৭
  • মানবিক/সাধারণ শাখা – ৩
৯০
ফলিত গণিত ৬০
জীববিজ্ঞান অনুষদ মৃত্তিকা, পানি ও পরিবেশ ১০০
উদ্ভিদবিজ্ঞান ৭০
প্রাণিবিদ্যা ৮০
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ৬০
মনোবিজ্ঞান

  • বিজ্ঞান শাখা – ৪০
  • মানবিক/সাধারণ শাখা – ২০
  • ব্যবসা শিক্ষা শাখা – ২০
৮০
অনুজীব বিজ্ঞান ৪০
মৎস্যবিজ্ঞান ৪০
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি ২৫
ফার্মেসী অনুষদ ফার্মেসী ৭৫
 

আর্থ এন্ড এনভারনমেন্টাল সায়েন্সেস অনুষদ

ভূগোল ও পরিবেশ

  • বিজ্ঞান শাখা – ৫০
  • মানবিক/সাধারণ শাখা – ২৫
  • ব্যবসা শিক্ষা শাখা – ৫
৮০
ভূতত্ত্ব ৫০
সমুদ্রবিজ্ঞান ৪০
ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ৪০
আবহাওয়া বিজ্ঞান ২৫
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ৭০
ফলিত রসায়ন ও কেমিকৌশল ৬০
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ৬০
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ৩০
রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ২৫
পরিসংখান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট ফলিত পরিসংখ্যান ৫০
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ৪০
তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ৫০
লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট লেদার ইঞ্জিনিয়ারিং ৫০
ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং ৫০
লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং ৫০
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ভৌত বিজ্ঞান – ২২ ৪১
জীববিজ্ঞান – ১৯
মোট ১৮৫১

ঢাবি ক ইউনিট মানবন্টন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি পরীক্ষা MCQ এবং লিখিত উভয় পদ্ধতিতে মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে এবং মোট সময় থাকে ১ ঘণ্টা ৩০ মিনিট। ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে ১০০ তারমধ্যে ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। MCQ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিটের হবে। ঢাবি ক ইউনিট মানবণ্টন নিম্নরূপ:

ইউনিট নাম এমসিকিউ (MCQ) পরীক্ষা লিখিত পরীক্ষা
মোট নম্বর সময় পাস নম্বর মোট নম্বর সময় পাস নম্বর
ক ইউনিট ৬০ ৪৫ মিনিট ২৪ ৪০ ৪৫ মিনিট

১২

বিষয়ভিত্তিক মানবন্টন

 

বিষয়

এমসিকিউ (MCQ) অংশ লিখিত অংশ  

মন্তব্য

মোট বরাদ্দকৃত নম্বর

প্রতিটি ভুল উত্তরের জন্য কর্তনকৃত নম্বর মোট বরাদ্দকৃত নম্বর
পদার্থবিজ্ঞান ১৫ ০.২৫ ১০  

 

*উচ্চ মাধ্যমিক পর্যায়ের অতিরিক্ত (৪র্থ) বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট ৪টি বিষয় পূর্ণ করতে হবে।

রসায়ন ১৫ ০.২৫ ১০
জীববিজ্ঞান ১৫ ০.২৫ ১০
উচ্চতর গণিত ১৫ ০.২৫ ১০
বাংলা ১৫ ০.২৫ ১০
ইংরেজি ১৫ ০.২৫ ১০

দেখে নিন কোন বিষয় চান্স পেতে কেমন নম্বর প্রয়োজন 


ডাউনলোড করুন

*** ২০২৩ সালের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ***

এইবছরের ভর্তি পরিক্ষার, ফলাফলসহ বিভিন্ন তথ্যের আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন এই ওয়েবসাইট। আপনাদের জন্য আমাদের তৈরি করা "এডমিশন ক্যালেন্ডার" ব্যবহার করুন। এখানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের হাইলাইট তারিখ গুলো দেখতে পারবেন।

Next Post Previous Post
1 জন মন্তব্য করেছে
  • শিক্ষাখবর
    শিক্ষাখবর ২৯ আগস্ট, ২০২৪ এ ৪:০৯ PM

    অন্যান্য ভার্সিটির তথ্যও দেন

মন্তব্য করতে ক্লিক করুন
comment url
progress-download
প্রিয় পাঠক কোনো লেখা কপি করার অনুমতি নেই, প্রয়োজনে লিংক শেয়ার করুন। ধন্যবাদ - বাংলায় ব্লগ